প্রধান মেনু

পিরোজপুরের নেছারাবাদে ১৫ মন ঝাটকা ইলিশ আটক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি ।।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৎস্য অফিস ও কোষ্টগার্ডের অভিযানে ১৫মন ঝাটকা ইলিশ আটক করেছে।  মৎস্য অফিস ও কোষ্টগার্ড সুত্রে জানা যায়, ঝাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নজরদারি ছিলো সর্বত্র,  শনিবার ভোর রাতে বরিশাল থেকে ইন্দেরহাট ও স্বরূপকাঠী বন্দরে এই মাছ বিক্রি উদ্দেশ্যে কিছু অসাধু ব্যাবসায়ীরা নিয়ে এসেছিল।
সন্ধ্যা নদী সহ বিভিন্ন এলাকায় কোষ্টগার্ড নেছরাবাদ টিটি অফিসার মোঃ আব্দুর নুর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। সড়ক পথে বরশিাল থেকে ঝাটকা ইলিশ আসছে সংবাদ পেয়ে আব্দুর নুর ও তার সংগীয় ফোর্স ১৫ মন ঝাটকা ইলিশ আটক করেন। এ বিষয় আব্দুর নুর কোষ্টগার্ড নেছরাবাদ টিটি অফিসার বলেন,আটককৃত ঝাটকা মাছের সাথে বড় ইলিশ মাছও ছিলো সেগুলো আমরা ব্যাবসায়ীদের ফেরত দিয়ে দিয়েছি এবং ঝাটকা মাছ গুলো স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহঃ  মৎস্য কর্মকর্তা সিরাজ হোসেন, কোষ্টগার্ড নেছরাবাদ টিটি অফিসার মোঃ আব্দুর নুর প্রমুখ





উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*