প্রধান মেনু

পশ্চিমবঙ্গের রাণু মণ্ডল এখন সুপারস্টার

ফেসবুক কর্নার ।।

কিছুদিন আগে অনলাইনে ভাইরাল হন পশ্চিমবঙ্গের রাণু মণ্ডল। লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ গানটিতে রানাঘাট স্টেশনের এই বাসিন্দার কিন্নর কণ্ঠ সবাইকে মোহিত করে।

গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে মুগ্ধ হয়েছিলেন মুম্বাইয়ের বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়া। বলেছিলেন, রাণুকে দিয়ে গান গাওয়াবেন।

সেই কথা রেখে তার সঙ্গে ডুয়েট রেকর্ড করলেন রেশমিয়া। রাণুর সঙ্গে তিনি কণ্ঠ দিলেন ‘তেরি মেরি কাহানি’ শিরোনামের গানে। যা শোনা যাবে রেশমিয়ার পরের ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’-এ।

এর আগে রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এ ডাক পান রাণু। এরপর তিনি তালিম নেন অনুষ্ঠানটির বিচারক অলকা ইয়াগনিক ও জাভেদ আলীর কাছ থেকে।

রেশমিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেকর্ডিং-এর একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে রাণুকে তার সঙ্গে ‘তেরে মেরি কাহানি’ গাইতে দেখা যায়।

পোস্টের ক্যাপশনে রাণুর গলাকে ‘খোদা প্রদত্ত’ ও লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করেন বলিউডের গায়ক-নায়ক।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*