প্রধান মেনু

নেপালের রাষ্ট্রদূতের মোংলা বন্দর পরিদর্শন

মোংলা প্রতিনিধি ।।
নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী বলেছেন, মোংলা বন্দর দিয়ে সড়ক পথে নেপালে পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে ভারতের ভূখন্ড ব্যবহারের প্রয়োজনীয়তায় সম্প্রতি ভারতের সাথে নেপালের চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির পর নেপাল মোংলা বন্দর ব্যবহার শুরু করেছেন।

বাণিজ্যিকভাবে মোংলা বন্দরকে অধিকতর ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই বুধবার ৩ জুলাই আবারো তার এ বন্দর পরিদর্শন বলেও জানান তিনি। বুধবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নেপালের এ রাষ্ট্রদূত।

তিনি বলেন, আগের তুলনায় মোংলা বন্দর অনেক সক্ষমতা অর্জন করেছে। বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। বর্তমানে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ার ফলে নেপাল এ বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হয়ে পড়েছেন।

নেপালের রাষ্ট্রদূতের বন্দর পরিদর্শন শেষে দুপুর ১২টায় বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, নেপালী দূতাবাসের অফিস সেক্রেটারী রিয়া ছেত্রী,

বন্দরের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলীর কাছে বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন সহকারী ট্রাফিক ম্যানেজার মো: সোহাগ।
বন্দর পরিদর্শন শেষে নেপালের রাষ্ট্রদূত সুন্দরবনের করমজলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে যান।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*