প্রধান মেনু

নাইজারে সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলা ৭১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক ।।

নাইজারের একটি সীমান্তবর্তী সামরিক ঘাঁটিতে শত শত সন্ত্রাসীর হামলায় অন্তত ৭১ জন সেনা নিহত হয়েছে। ওই ঘাঁটিটি মালি সীমান্তের কাছে অবস্থিত। নাইজারের ইতিহাসে এটি সম্ভবত সামরিক বাহিনীর ওপর সন্ত্রাসীদের সবচেয়ে বড় হামলা।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য

আঞ্চলিক এবং বিদেশি হাজার হাজার সেনা মোতায়েন করে উগ্র তাকফিরি দায়েশ এবং আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে।

এ মুহূর্তে উগ্র সন্ত্রাসীদের সহিংসতার সবচেয়ে বড় শিকার হচ্ছে মালি এবং বুরকিনা ফাসো। এ দুটি দেশের সঙ্গে নাইজারের সীমান্ত রয়েছে এবং দেশ দুটি থেকে নাইজারে সন্ত্রাসীদের বড় রকমের বিস্তার ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় কয়েক ঘণ্টা ধরে শত শত সন্ত্রাসী নাইজারের সীমান্তবর্তী ঘাঁটিতে হামলা চালায়। গতকাল নাইজারের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল বুবাকার হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সন্ত্রাসীরা সম্মিলিতভাবে কামান ও মর্টারের গোলা নিয়ে হামলা চালায় এবং তারা বিশেষ ধরনের সামরিক যান ব্যবহার করেছে।

গত মে এবং জুলাই মাসে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই এলাকায় নাইজারের প্রায় ৫০ জন সেনাকে হত্যা করে।#

(পার্সটুডে থেকে নেয়া )






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*