প্রধান মেনু

দেশের সব আবাসিক হলে তল্লাশি চালিয়ে ‘মাস্তান‘দের চিহ্নিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আলোরকোল ডেস্ক ।।

শুধু ঢাকায় নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলে তল্লাশি চালিয়ে ‘মাস্তান‘দের চিহ্নিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন থেকে এই নির্দেশ দেন শেখ হাসিনা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলব, যখন এই ঘটনা একটা জায়গায় ঘটেছে, যখন দেখা গেছে এক রুম নিয়ে বসে জমিদারি চালানো, প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি হল, সব জায়গায় সার্চ (তল্লাশি) করা দরকার, কোথায় কী আছে-না আছে, খুঁজে বের করা। এই ধরনের কারা মাস্তানি করে বেরায়, কারা এ ধরনের ঘটনা ঘটে বেরায়, সেটা দেখা।’

শেখ হাসিনা বলেন, ‘সামান্য ১০ টাকা, ২০ টাকা বা ৩০ টাকা সিট ভাড়ায় একেকজন রুমে থাকবে, তারপর সেখানে বসে এই ধরনের মাস্তানি করবে! আর সমস্ত টাকা বহন করতে হবে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে, এটা কখনো গ্রহণযোগ্য না। কাজেই এখন প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি হল, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় সার্চ করা হবে, সেটা দেখা হবে। সেই নির্দেশটা আমি দিয়ে দেব। এখানে আপনাদের মাঝেই আমি বলে দিচ্ছি যে, সেটা আমরা করব, সহযোগিতা চাই। আপনারা বের করে দেন কোথায় এই ধরনের অনিয়ম বা উচ্ছৃঙ্খলতা বা এই ধরনের কর্মকাণ্ড কারা করছে। কোনো দল-টল আমি বুঝি না, পরিষ্কার কথা কোনো দল আমি বুঝি না।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*