প্রধান মেনু

দুবলার চর শুটকি পল্লী থেকে শিশুসহ ১০ শ্রমিক উদ্ধার

আ.মালেক রেজা ।।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর শুটকি পল্লী থেকে অপহৃত শিশুসহ ১০ শ্রমিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় এক অপহরণকারীকেও আটক করা হয়।


শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দুবলার মাঝেরকেল্লা চর থেকে কোস্টগার্ড এদের উদ্ধার করে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আটক অপহরণকারী হচ্ছেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মৃত ফরিদ মিয়ার ছেলে মো. নুরুল হক ওরফে লেদু মিয়া।

তিনি এসব শিশুদের দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে কাজের প্রলোভন দেখিয়ে দুবলার চরে নিয়ে আটকে রেখে শিশু শ্রমে বাধ্য করাচ্ছিলেন।

উদ্ধারকৃত শিশুরা দুবলার মাঝেরকেল্লা চরে শুঁটকি তৈরির কাজ করছিল।

কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন দুবলা টহল টিম শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই চর থেকে এ ১০ শিশু শ্রমিককে উদ্ধার করে।

শিশুরা হলো- কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার মৃত নুরউদ্দিন মিয়ার ছেলে রেণু মিয়া, মৃত আক্কাস আলীর ছেলে মো. মানিক হোসেন, হোসেনপুর থানার মো. আব্দুল মোতালেবের ছেলে মো. আক্তার, চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মৃত আক্কাস আলীর ছেলে মো. হৃদয়, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মৃত কিতাব আলীর ছেলে মো. টুটুল মিয়া, তারাকান্দ থানার মো. মোখলেসুর রহমানের ছেলে মো. রিমন, হবিগঞ্জ জেলার মংলাবাজার থানার মো. জসিমের ছেলে মো. মনির হোসেন, নোয়াখালী জেলার সেনবাগ থানার জালু মিয়ার ছেলে মো. আল আমিন, চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার মো. আব্দুল খালেকের ছেলে মো. আমির হোসেন, আব্দুল মালেকের ছেলে মো. আরিফ ও কুষ্টিয়া জেলার শেখপাড়া থানার কচির উদ্দিনের ছেলে মো. পারভেজ।

অপহরণকারী মো. নুরুল হক ওরফে লেদু মিয়া এদেরকে বিভিন্ন জায়গা থেকে কাজ দেওয়ার কথা বলে বোটযোগে দুবলা চরের শুঁটকি পল্লীতে নিয়ে যাওয়া হয় বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান।

আটক অপহরণকারী ও অপহৃতদের বাগেরহাটের শরণখোলা থানায় হস্তন্তর করা হবে বলে জানায় কোস্টগার্ড।
শরণখোলা অফিসার ইনচার্জ আব্দুলাহ আল সাইদ জানান,দুবলার চরে শিশু অপহরনের বিষয়টি শুনেছি ।

অপহরনকারী নুরুল হক ওরফে লেদু মিয়াকে কোস্টগার্ড শরণখোলা থানায় পাঠিয়েছে । তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*