প্রধান মেনু

ছারছীনা দরবার শরীফের ১২৯ তম ঈছালে ছাওয়াব  মাহফিল ২৯ নভেম্বর শুরু

বদরুজ্জামান সুজন, নেছারাবাদ (পিরোজপুর)। 
 শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১২৯ তম তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আগামী ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ণ অনুযায়ী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রোজ শুক্রবার,শনি ও রবিবার অনুষ্ঠিত হবে ।
এবং  রবিবার বাদ জোহরের সময় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে  শেষ হবে ।
উক্ত মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা সকল পীর ভাই মুহিব্বীন সর্বস্তরের ধর্মপ্রাণ  মুসলমানদের যোগদান করার জন্য আহবান জানিয়েছেন।
তিনদিন ব্যাপী মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ তালীম প্রদান করবেন।
দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করবেন,মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী জানান, ইতোমধ্যে মাহফিলের সার্বিক  কার্যক্রম প্রায় সম্পন্ন করা হয়েছে।
এখন শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ভাইয়েরা দলে দলে আসতে শুরু করেছে,  মাদ্রাসার পক্ষ থেকে নিরাপত্তা, সেবা, হারানো বিভাগ সহ বিভিন্ন গ্রুপ, আগত মেহমানদের সেবায় নিয়োজিত থাকবে।
এছাড়াও সরকারের পক্ষ থেকেও নিরাপত্তার কাজে র‌্যাব, পুলিশ,বিডিআর সহ  ফায়ার সার্ভিস, ডাক্তারগণ নিয়োজিত থাকবে,আশা করা যায় প্রতিবারের ন্যায় এবারও লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। 





উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*