প্রধান মেনু

চিতলমারীতে দূর্গা মন্ডপে দুর্বৃত্তের হামলা, প্রতিমা ভাঙচুর

বাগেরহাট প্রতিনিধি ।।  
বাগেরহাটের চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়ার হরি গুরুচাঁদ সেবাশ্রম দুর্গা মন্দিরে দুবৃর্ত্তরা হামলা করে অধিকাংশ প্রতিমার মাথা ভেঙে দিয়েছে।

শুক্রবার দিনগত গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে শনিবার সকালে এ ঘটনা জানাজানি হয়।
এ ঘটনায় বাগেরহাটের অতিরিক্তি পুলিশ সুপার মাহাফুজ আফজাল মন্দির পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, এর আগে শুক্রবার সন্ধ্যায় ওই মন্দিরের ঢাকী (ঢোল বাদক) অজিত মন্ডলকে হিজলা গ্রামের কয়েকজন বখাটে মারপিট করেছে। তাকে চিতলমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্দির কমিটির সভাপতি নৃপেন বৌদ্ধ বলেন, আমরা দুর্গা বির্সজন না দিয়ে মন্দিরেই রাখি। এ বছর দুর্গা পূজার নবমীর দিনে মন্দির প্রাঙ্গনে মেয়েলি ঘটনা নিয়ে হিজলার কয়েকজন বখাটে ঝামেলা করে। যদিও স্থানীয়ভাবে তা নিরসন হয়। এরপরও ওই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় মন্দিরের ঢাকী অজিতকে রাস্তায় পেয়ে ওই বখাটেরা মারপিট করে। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

শনিবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায় দুর্গা,কার্ত্তিক ও লক্ষ্মীসহ অধিকাংশ প্রতিমার মাথা ভাঙা। আমরা বিষয়টি থানা পুলিশকে জানাই।

পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মাহাফুজ আফজাল জানান, তিনি এলাকা পরিদর্শন করেছেন।

মন্দির কমিটিকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ বিষয়টি অতিগুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।#






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*