প্রধান মেনু

চিতলমারীতে মৎস্য চাষীদের নিয়ে কারিগরি কর্মশালা

চিতলমারী প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে উদ্ভাবনী কৃষিজ উদ্যোগের আওতায় সমন্বিত পদ্ধতিতে মাছ ও শামুক চাষে খামারীদের সচেতনতা বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি ও মার্কেট লিংকেজ স্থাপনের লক্ষে কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে ও নবলোক পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় দড়িউমাজুড়ি ও বেলা ৩ টায় চরবানিয়ারী পশ্চিমপাড়া এসডিএফ সেমিনার হলে এ কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, খুলনা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের খন্ডকালীণ শিক্ষক চঞ্চল বিশ্বাস, ওয়ার্ল্ড ফিস এর ফিল্ড অফিসার সাধন রায়, এভিসিএফ নবলোক পরিষদ প্রহলাদ মন্ডল। কর্মশালার সার্বিক সহযোগিতায় ছিলেন নবলোক পরিষদের পিএ-টেক (মৎস্য) এস এম মামুনুর রহমান।##

প্রদীপ মন্ডল
চিতলমারী, বাগেহরাট






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*