প্রধান মেনু

চিতলমারীতে মুক্তিযোদ্ধার ধান কেটে দিল যুবলীগ-ছাত্রলীগ

চিতলমারী প্রতিনধি ।।
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা দুর্যোগে ধান কাটা শ্রমিক সংকট থাকায় এক মুক্তিযোদ্ধার ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও উপজেলা আওয়ামী যুবলীগের অনুপ্রেরণায় যুবলীগ নেতা মোঃ আলম শেখ এর উদ্যোগে উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জেল শেখের ১ বিঘা জমির ধান কেটে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সোমবার সকাল সাড়ে ৯ টায় এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শেখ মাহাতাবুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হেলাল শেখ, মোঃ জসিম শেখ, নাসির খান, আল-আমি শেখ প্রমুখ।

এ ব্যাপারে যুবলীগ নেতা আলম শেখ জানান, এলাকায় কোন ব্যক্তি যদি শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তুলতে না পারেন তবে আমরা এলাকার যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওই ব্যক্তির ধান কেটে ঘরে তুলে দেওয়ার চেষ্ট করব।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*