প্রধান মেনু

চিতলমারীতে মন্দির চত্বরে গাছের চারা রোপন ও দুস্থদের মধ্যে উপকরণ বিতরণ

চিতলমারী প্রতিনিধি ।।
বাগেরহাটের চিতলমারীতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শতাধিক মন্দিরে পলাশ ফুলের চারা রোপন ও দুস্থদের মধ্যে শাড়ী, চাল, ডাল, তেল, লবনসহ প্রয়োনীয় উপকরণ বিতরণ করা হয়েছে ।

শুক্রবার সকাল ১০ টায় খাসেরহাট সার্বজনিন দুর্গা মন্দিরের চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধানর সম্পাদকপীযূষ কান্তি রায় শতাধিক দুস্থ পরিবারের মধ্যে এ উপকরণ বিতরণ করেন। উপকরণ বিতরণ শেষে তিনি বিভিন্ন মন্দিরে পলাশ ফুলের চারা রোপন করেন।

একই সাথে পিঁপড়ার ডাঙ্গা আশ্রম সংলগ্ন সড়কে ৪ শতাধিক আমের চারা রোপন কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রনজিত কুমার বাড়ৈ, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রসুল মাঝি, হরেন্দ্র নাথ শিকদার, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখর ভক্ত প্রমুখ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*