প্রধান মেনু

চিতলমারীতে ক্ষতিগ্রস্থ চাষিদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ ১৮৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে সহায়তা প্রদানের লক্ষে নগদ অর্থ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসেরর উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিআরডিবি’র সেমিনার হলে আনুষ্ঠানিক ভাবে এ কৃষি উপকরণ চাষিদের হাতে তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার প্রমুখ।

এ সময় উপজেলার ৭ ইউনিয়নের ১৮৯০ জন চাষির মধ্যে ভুট্টা বীজ, মুগ ডাল, বিভিন্ন প্রকার সবজির বীজ, সার ও প্রত্যেক চাষিকে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৫শ টাকা প্রদান করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*