প্রধান মেনু

চিতলমারীতে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান

চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় গৃহে থাকা কর্মহীন সাড়ে ৫শ পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা প্রদান করেছেন সদর ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য শহিদুল ইসলাম। সোমবার সকাল সাড়ে ১০ টায় বারাশিয়া বাজারে এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়াম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান সদর ইউপি চেয়াম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন প্রমুখ।
উদ্বোধন শেষে ইউপি সদস্য শহিদুল ইসলাম ও গ্রাম পুলিশের সদস্যরা বারাশিয়া, পুরাতন কালশিরা ও কলিগাতি গ্রামের কর্মহীন ও দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ৫ কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল ও হাফ কেজি তেল ও লবন পৌঁছে দেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*