প্রধান মেনু

চিতলমারীতে করোনা প্রতিরোধে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

চিতলমারী প্রতিনিধি ।।
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা সংক্রামণ ও বিস্তার রোধে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। চিতলমারী সদর বাজারসহ উপজেলার সকল বাজারের নিত্য-প্রয়োজনী দ্রব্য ও ঔষধের দোকান ব্যাতিত অন্য দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অত্যাবশ্যক কারণ ছাড়া সকল প্রকার যান চলা চলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ।

তবে রোগীবাহী এ্যাম্বুলেন্স, সংবাদ সংগ্রহ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবারহ, জরুরি পরিসেবা, সরকারি যানবাহন, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তায় ব্যবহৃত যানবাহন স্বাভাবিক ভাবে চলমান থাকবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় বুধবার বিকাল সাড়ে ৫ টায় সংক্রামণ রোগ প্রতিরোধ আইনের ২৫ ধারায় সদর বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, সহকারি কমিশনার জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন প্রমুখ।

প্রদীপ মন্ডল
চিতলমারী, বাগেরহাট






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*