প্রধান মেনু

চিতলমারীতে উন্নত প্রযুক্তিতে চাষাবাদের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি ।।
বাগেরহাটের চিতলমারীতে উন্নত প্রযুক্তিতে বারি উদ্ভাবিত ডাল, তেল ও দানাদার জাতীয় ফসলের উন্নত প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকাল ৩ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জের সরেজমিন গবেষণা বিভাগের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তারা এ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে উপজেলার ৭ ইউনিয়নের প্রায় শতাধিক প্রান্তিক চাষি অংশগ্রহণ করেন।

এ সময় কৃষকদের উন্নত প্রযুক্তিতে বিভিন্ন ফসলের চাষবাদ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এসএম কামরুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুণ অর রশিদ, উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার প্রমুখ।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*