প্রধান মেনু

চিকিৎসা নিতে এসে যৌন হয়রানির শিকার কিশোরী

মতলব প্রতিনিধি।।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ১৪ বছর বয়সী এক কিশোরী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিচার চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর গতকাল রোববার লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর বড় বোন।

অভিযুক্ত ব্যক্তির নাম আকাশ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনার পদে কর্মরত। ঘটনার পর থেকে তাকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।

ভুক্তভোগীর বড় বোন বলেন, ‘গত শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আমার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডাক্তার তাকে ভর্তি দেন। পরে আমার বোনকে ট্রলিতে করে দোতলায় ওয়ার্ডে নেওয়ার সময় সিঁড়িতে রেখে শ্লীলতাহানি করেন আকাশ।’

‘বিষয়টি আমি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করি। হাসপাতালের ডাক্তার বলেছে, আমার বোনকে ছুটি নিয়ে বাড়িতে চলে যেতে, তাই চলে আসছি,’ যোগ করেন ভুক্তভোগী কিশোরীর বোন।

জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোনাস বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলার অনুমতি কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি। আপনারা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলুন।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বলেন, ‘আমি ছুটিতে আছি। এমন ঘটনা ঘটে থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেবো।’

এদিকে, এ ব্যাপারে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*