প্রধান মেনু

যানবাহন চলাচল বন্ধের উপক্রম

ঘূর্ণিঝড় বুলবুলে শরণখোলা -মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধস

শরণখোলা প্রতিনিধি ।।
ঘূর্ণিঝড় বুলবুলের অতিবর্ষণে শরণখোলা -মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ডে রাস্তার মাঝখানে ধসে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাস চালকদের কাছ থেকে জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুলের অবিরাম বৃষ্টিতে আঞ্চলিক মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের মাঝখানে রাস্তা ধসে গেছে। ফলে ঝুঁকি নিয়ে রাস্তার সল্প জায়গা দিয়ে বাস ট্রাক চলাচল করছে।

শরণখোলা-মোড়েলগঞ্জ-মোংলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেন, এ সড়কে প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক লড়ি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে বিশেষ করে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ওয়াপদা বেরীবাধের কাজে নিয়োজিত ভারী ট্রাক ও লড়ি প্রতিদিন চলাচল করে থাকে। অবিলম্বে আঞ্চলিক মহাসড়কের ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করা না হলে অচিরেই এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।
বাগেরহাটের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ মোবাইল ফোনে বলেন, দ্রুত সময়ে ঘটনাস্থল পরিদর্শণ করে সড়কের ভাঙ্গা অংশ মেরামত করা হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*