প্রধান মেনু

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শরনখোলা,মোরেলঞ্জ,মোংলা ও রামপালে ব্যাপক ক্ষতি-নিহত-১

আলোরকোল ডেস্ক ।।

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়া গাছচাপায় ছামিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার উজোলপুর ইউনিয়নের ভরসাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মোংলা, রামপাল ,মোরেলগঞ্জ, ও শরণখোলা উপজেলায় সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শরণখোলা উপজেলা সদরসহ সাউথখালী ,তাফালবাড়ী,শরণখোলা,বগী,চালীতাবুনিয়ায় গাছ পালা ও কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে যাবার খবর পাওয়া গেছে । তবে আজ সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন  ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন  করেছেন ।

গাছপালা ভেঙে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নেই বিদ্যুৎ সংযোগ। ঝড়-বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে হারবাড়িয়া ও করমজল বন বিভাগের অফিসের অনেক ক্ষতি হয়েছে।

অপরদিকে শরণখোলা উপজেলায় একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে লোকালেয়ে পানি ঢুকে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করছে জেলা প্রশাসন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*