প্রধান মেনু

গাছ সাথে এক নারীর নৃশংসতা,বাগানির আর্তচিৎকার

আলোরকোল ডেস্ক ।।

গাছ মানুষকে অক্সিজেন দেয়। গরমে ক্লান্ত পথিক আশ্রয় নেয় গাছের ছায়ায়। গাছের ফুলে বিমোহিত হয় মানুষ, ফলে পায় পুষ্টি। আর এই গাছকেই যদি কেউ ‘আবর্জনা’ মনে করে কেটে ফেলে, তাতে অবাকই হতে হয়। শুধু তাই নয়, দা হাতে গাছ কেটে ফেলা নারী শোনেনি শখের বাগানির আর্তচিৎকার।

গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাভারের সিআরপি রোডে একটি বাড়িতে। গাছ কাটার সে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি পোস্ট করেছেন গাছের অসহায় মালিক সুমাইয়া হাবিব।

সুমাইয়া হাবিব ভিডিওটি তার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ারের পাশাপাশি একটি দীর্ঘ লেখা লিখেছেন। যাহা “দৈনিক আলোরকোল অনলাইন” পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

সুমাইয়া হাবিব লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য, আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে।

তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের???? কি অপরাধ ছিল????? কেউ বলতে পারবেন??’

তিনি লিখেন, ‘আমার মা গাছ অনেক পছন্দ করে, তাই ছাদের এক কোণায় আমরা কিছু গাছ লাগাইছিলাম, আর এই মহিলা আমাদের সাথে শত্রুতা করে আমাদের লাগানো গাছগুলা কেটে ফেললো। এই বিল্ডিং এ আমরা ২টা ফ্লাট কিনেছি। সবাই যার যার ক্রয়কৃত ফ্লাটে থাকে। ছাদে সবারই অধিকার আছে। আমরা আমাদের অধিকার থেকে কিছু গাছ লাগিয়েছি ছাদের একটা কোণায় কারণ আমরা ভাবতেও পারিনি গাছ মানুষ অপছন্দ করতে পারে। গাছ তো সৌন্দর্য বাড়ায়।

আর তারা বলে আসছে আমাদের গাছ নাকি ছাদের পরিবেশ নষ্ট করে দিছে। তারা অকারণে অন্যায়ভাবে আমাদের জীবন্ত এবং ফল ধরন্ত গাছগুলি কেটে ফেললো। আবার তার ছেলে ১০/১২ জন মাস্তান নিয়ে আসছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের একটাই অপরাধ আমরা গাছ ভালবাসি। তাই শখ করে গাছ লাগিয়েছিলাম। আমরা তো অন্যের জায়গায় গাছ লাগাই নাই। আমরা আমাদের অধিকার থেকে গাছ লাগাইছিলাম। আমার মা এই গাছগুলিরে নিজের সন্তানের মতো যত্ন করে। আমরা গাছগুলোকে নিজের সন্তানের মতো ভালবাসতাম।’

তিনি আরও লিখেন, ‘মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে??? গাছ তো তাদের কোনো ক্ষতি করে নাই। পুরা ছাদই তো ফাঁকা। এই মাগরিবের আযানের সময়, ওনার মাথায় সুন্নতি হিজাব কীভাবে পারলো এই ধরন্ত গাছগুলি কেটে ফেলতে। এর হয়তো কোনো বিচার হবে না। তবে আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহই বিচার করবে।’

শখের এ বাগানি লিখেছেন,‘ আপনারা এই পোস্ট প্লিজ একটু শেয়ার করবেন। উনার স্বামীর আইডি লিংক দিয়ে দিলাম https://www.facebook.com/profile.php?id=100010474392908

উনার গুন্ডা ছেলের আইডি লিংক যে ১০/১২ জন মাস্তান নিয়ে আসছে যাতে আমরা গাছ কাটাতে বাধা না দিতে পারি।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*