প্রধান মেনু

খুলনায় ও বাগেরহাটে কখন-কোথায় ঈদের জামাত অনুস্ঠিত হবে

মাসুম হাওলাদার।।

পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছে খুলনা ও বাগেরহাটে  ঈদগাহগুলোতে। সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

খুলনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত ঈদের দিন সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে ও বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে হবে।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের সময় আতশবাজি-পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি দেওয়া, উচ্চস্বরে মাইক-ড্রাম বাজানো, রঙিন পানি ছিটানো ও বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো যাবে না।

আর টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া যদি প্রতিকূলে থাকে, তাহলে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় ও শেষ জামাত সকাল ৯টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টরেট জামে মসজিদেও একটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আহজার নামাজ অনুষ্ঠিত হবে।

অন্যদিকে বায়তুন নুর জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। ইসলামপুর জামে মসজিদ ও আল-হেরা জামে মসজিদে সকাল ৮টায়। বায়তুল ঈমান জামে মসজিদ ও নিরালা জামে মসজিদে সকাল ৭টায়। সরকারি বিএল কলেজ জামে মসজিদ, মতি মসজিদ, মজিদিয়া খান জাহান নগর জামে মসজিদ, ছোট মির্জাপুর রোড়ের সরদার জামে মসজিদে, মহেশ্বরপাশা পশ্চিম পাড়া মসজিদুল কোবা এবং মসজিদে মিনাঢ়ে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া মহানগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, বায়তুন নুর জামে মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, সোনাডাঙ্গা আবাসিক এলাকার বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ, খালিশপুর ঈদগাহ ময়দান, মসজিদে আমানাত, বাংলাদেশ ব্যাংক কোয়াটার জামে মসজিদে, তালাবওয়ালা জামে মসজিদে (দারুল উলুম মসজিদ), আরাফাত মসজিদে, আব্দুর রশীদ জামে মসজিদে, পূর্ব বানিয়া খামার কেন্দ্রীয় জামে মসজিদসহ খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে আলাদাভাবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত ভবনে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। যা সূর্যাস্তের আগে নামিয়ে ফেলা হবে। এছাড়া নগরীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবি) খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হবে। ঈদে আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র মনিরুজ্জামান মিঠু সাংবাদিকদের বলেন, ঈদুল আজহার টানা ছুটিতে মহানগরীজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনার ঈদের প্রধান জামাতে কড়া নিরাপত্তা বেষ্টনী থাকবে। বিশেষ করে সার্কিট হাউজের প্রধান জামাতসহ বড় বড় ঈদগাহগুলোতে। শান্তিশৃঙ্খলা বিঘ্নের কোনো সংবাদ পেলে তা তাৎক্ষণিকভাবে র‌্যাবের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭৭-৭১০৬৯৯, জেলা পুলিশের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৭২-৮১৮২২১ এবং কেএমপির কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৫৫৮-৩২৮৩০০ ও ০৪১-৮১২৫৬৪ এ জানানোর অনুরোধ করা হয়েছে। প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার সময় খুলনা সার্কিট হাউজের হ্যালিপ্যাড, খুলনা অফিসার্স ক্লাব ও খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে গাড়ি পাকিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া মুসল্লিদের অজুর জন্য পানির ব্যবস্থাও রাখা হবে।এদিকে বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

মসজিদটিতে প্রত্যেক ঈদে তিনটি জামাত অনুষ্ঠিত হলেও এবছর অনুষ্ঠিত হবে দু’টি। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়। তবে প্রয়োজনে তৃতীয় জামাত অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাতের মুসল্লিদের নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানা গেছে ।

অন্যদিকে খানজাহান আলী দরগাহ জামে মসজিদে সকাল ৮টায় শুরু হবে ঈদের জামাত। এবার ঈদে কাড়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাড়ে ৭টায়, আলী মাদরাসা, বাগেরহাট পুরাতন কোর্ট জামে মসজিদ, হরিণখানা জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ, সোনাতলা জামে মসজিদ, পিসি কলেজ জামে মসজিদে ৭টা ৩৫ মিনিটে, ৭টা ৩০ মিনিটে খানজাহানিয়া বাইতুল ফালহা জামে মসজিদ, মিঠাপুকুর পাড় জামে মসজিদ, সরুই হাজি আরিফ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

এছাড়া বাগেরহাট কালেক্টরেট জামে মসজিদ (নতুন কোর্ট), সড়ক ও জনপথ জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, সরুই মাদরাসা ঈদগাহ ময়দান, হারিখালি জামে মসজিদ, পৌর পার্ক জামে মসজিদে, দড়াটানা জামে মসজিদ, খানজাহান পল্লী জামে মসজিদে ৭টা ৪৫ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*