প্রধান মেনু

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উচিৎ শিক্ষা দিয়েছে ইরান: লেবাননের আলেম সমাজ

আন্তর্জাতিক ডেস্ক ।।

লেবাননের রাজধানী বৈরুতের ওলামা পরিষদ ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলাকে স্বাগত জানিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছেন, ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেয়ার অধিকার তেহরানের রয়েছে।

বৈরুতের আলেমরা এই হামলাকে স্বাগত জানাচ্ছে। ওলামা পরিষদের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও ইরাকে জেনারেল সোলাইমানি ও কমান্ডার আবু মাহদির প্রতি কোটি কোটি মানুষের শ্রদ্ধা এক ঐতিহাসিক ঘটনা। জনগণ ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে এই এলাকা থেকে বহিষ্কার করবে বলে তিনি জানান।

বৈরুতের আলেমরা বলেন, ইরান ইরাকের দুই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খুব শিগগিরই অন্য ফ্রন্ট থেকেও জবাব দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আজ (বুধবার) ভোরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকের আল আনবার ও আরবিল প্রদেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। গত শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন সন্ত্রাসী হামলায় ইরানের জেনারেল সোলাইমানিসহ ১০ জন শহীদ হন।#






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*