প্রধান মেনু

কাশ্মীর সীমান্তে ৩ পাকিস্তানি ও ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক ।।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ে তিন পাকিস্তানি ও পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। পাক সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আজ (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী গুলি ছোড়ার পর পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ চালিয়েছে। এর ফলে পাঁচ জন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর বাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

তবে ভারতীয় গণমাধ্যম দেশটির সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ভারতের কোনো সেনা প্রাণ হারায় নি।

এদিকে পাকিস্তানের আযাদ কাশ্মীরের স্থানীয় মানুষের বরাত দিয়ে আল-জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, সীমান্তে গুলির ঘটনায় দুই বেসামরিক পাকিস্তানিও প্রাণ হারিয়েছে। 

ভারতের বিজেপি সরকার তাদের নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কারফিউ জারি করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক-ভারত উত্তেজনা বেড়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*