প্রধান মেনু

কালিগঞ্জ বিষ্ণুপুরে  জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  কালিগঞ্জ  প্রতিনিধি ।।

কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে(রবিবার২৫ শে আগস্ট)বেলা ১২ টায় বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি-চৌধুরির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার নরীম আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অজয় কুমার মন্ডল, কুশুলিয়া

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাউফিল অরা-সজল, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, সামসুর রহমান, গোবিন্দ কর্মকার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আতিয়ার রহমান, উপজেলা

আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-মামুন সরদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, আওয়ামীলীগ নেতা প্রভাষক সামসুল হুদা খোকন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাবু সমীর কুমার মন্ডল, বিষ্ণপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড

আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার রায়, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আফসার হোসেন, খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম জয় বাংলা, বাবু নির্মলেন্দু মন্ডল, বিষ্ণুপুর পি.কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ফারিহা হোসেন, তিথী সরদার সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী

সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ নেছার উদ্দিন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরন করা হয়।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*