প্রধান মেনু

কালিগঞ্জে স্কুল বিতর্ক প্রতিযোগীতায় নলতা মাধ্যমিক বিদ্যালয় জয়ী

 

হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ।।

 

গুজব নয় যুক্তি নির্ভর প্রজম্ম গড়ি এই শ্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে কালিগঞ্জ সার্কেল অফিস ও থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল বিতর্ক প্রতিযোগীতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টম্বর) সকাল ১০টায় পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে কিশোর কিশোরীদের আত্নহত্যা বন্ধে পরিবারের ভূমিকাই মূখ্য বিষয়ের পক্ষে নলতা মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে।

বিতর্ক প্রতিযোগীতা উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ থানার নবগত অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড়। বিচারক ছিলেন থানা ওসি (তদন্ত) আজিজুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোটাস ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনিকা সরকার। বিতর্ক প্রতিযোগীতায় নলতা মাধ্যমিক বিদ্যালয় জয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নলতা স্কুলের ১০ম শ্রেনীর শিক্ষাথর্ী ফতেমাতুজ জোহরা। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগীতা শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহামুদুন্নবী প্রমুখ। বিতর্ক প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকলকে পুরস্কার প্রদান করেন থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন। বৃহস্পতিবার সকাল ১০টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় রাউন্ডের শেষ বিতর্ক প্রতিযোগীতা সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*