প্রধান মেনু

কালিগঞ্জে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি “শীর্ষক সাক্ষাতকার অনুষ্ঠিত

 হাফিজুর রহমান শিমুল ,কালিগঞ্জ।।

কালিগঞ্জে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি “শীর্ষক সাক্ষাতকার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরের কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের আয়োজনে মাউশি”র চলমান কর্মসূচী মোতাববেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড় এর সার্বিক তত্ববোধনে এবং শিক্ষক সুকুমার দাশ বাচ্চু’র

সঞ্চালনায় মুক্তিযুদ্ধের সাক্ষাতকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কবি আলহাজ্ব মমতাজ হোসেন মন্টু, বিশেষ অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী রমজান আলী।

সাক্ষাতকার গ্রহনে সহায়তা করেন পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খাঁন আবুল বাসার, শিক্ষিকা কনিকা রানী সরকার।

এসময় সাংবাদিক হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু। ভিডিও ধারণে ছিলেন সুন্দরবন ভিডিও এর পরিচালক হাবিবুর রহমান হবি। বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থীরা সাক্ষাতকার গ্রহন করেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়ীত স্থান পরিদর্শন করেন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*