প্রধান মেনু

করোনা : মানবজমিনের প্রিন্ট সংস্করণ বন্ধ ঘোষণা

আলোরকোল ডেস্ক ।।

করোনাভাইরাসের মহামারির জেরে বাংলাদেশের একমাত্র ট্যাবলয়েড মানবজমিন তাদের প্রিন্ট সংস্করণ বন্ধ ঘোষণা করেছে। তবে পত্রিকাটি তাদের অনলাইন সংস্করণ চালু রাখবে।

মাসবজমিন লোগো

আজ শুক্রবার মানবজমিন অনলাইনে প্রকাশিত পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর দেওয়া এক ঘোষণায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রিয় পৃথিবী আজ এক ভয়ংকর বিপদের মুখোমুখি। করোনাভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। আমাদের দেশেও আঘাত হেনেছে এ ভয়াল ভাইরাস। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মীরা। এজেন্ট ও হকাররাও রয়েছেন ঝুঁকির মুখে। সংবাদপত্র বিপণন ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়।’

এতে আরও বলা হয়, ‘আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেই। এ কারণেই আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা থেমে থাকবো না। মানবজমিন অনলাইন সংস্করণ চালু থাকবে পুরোদমে (www.mzamin.com)। প্রতিমুহূর্তে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সর্বশেষ খবর।’

মানবজমিনের এ ঘোষণায় আরও বলা হয়, ‘নিশ্চয়ই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে যাবো মুদ্রণ সংস্করণে। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ আপনারা আমাদের পাশে থাকুন। ২২টি বছর যেমন ছিলেন। সবাই ভালো থাকুন।

মতিউর রহমান চৌধুরী।

প্রধান সম্পাদক।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*