প্রধান মেনু

করোনাভাইরাস সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রীর

আলোরকোল স্বাস্থ্য ডেস্ক ।।

 করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

ফাইল ফটো

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আরেকটি সমস্যা এখন সারা বিশ্বব্যাপী, করোনাভাইরাস। আমরা কিন্তু সারাক্ষণ মনিটর করছি। কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয় যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

তিনি বলেন, ‘প্রত্যেকে যদি এ ব্যাপারে একটু সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন ইনশাল্লাহ এ ধরনের সমস্যা মোকাবিলা করতে যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। আমরা তা পারবো। কাজেই এখানে ঘাবড়ানোর কিছু নেই।’

শেখ হাসিনা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন করোনাভাইরাস সংক্রান্ত নির্দেশনা দিচ্ছে। আমি অনুরোধ করব সকলকে সেই নির্দেশনাবলী মেনে চলার।’

করোনাভাইরাস সম্পর্কে সবার মধ্যে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশ থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাসের প্রকোপ ঠেকাতে বেশ কয়েকটি দেশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*