প্রধান মেনু

  কবিতা-  শরতের প্রতীমা

    শরতের প্রতীমা
            -মাহীদ ইমরান ।।

 

কাশের ক্ষেতে আজ মিঠে মিঠে বাতাসের স্রোত,
আকাশে আকাশে নীল শরতের কপোত,
ইলশেগুঁড়ি বৃষ্টির ঝড়ে ভিঁজে চুপচুপে প্রভাতী
গোলাপ রাণীর মতন
পথের পাতায় পাতায় পাপড়িতে পাপড়িতে
তুমি মিশে ছিলে তখন।

আমি সেই গোধূলী সন্ধ্যায় আমার বুকের পরে গড়ে তুলেছিলাম একটি সোনালী প্রতীমা,
প্রদীপের স্নিগ্ধ জ্যোতির মত তুমি রাঙ্গা শেফালীর
রঙে হেসেছিলে অসীমা।

আকাশের রূপালী মেঘ মালারা তোমার সেই প্রতীমা দেখে ময়ূর শয্যা পেতে ডেকে বলেছিল,
হিম-কমলা আলোর মতন মেয়েলী তোমার হাতদুটো আমাদের হৃদয় ছুঁয়েছিল।

শ্যামার নরম গান আর হিজল- বট তমালের ছায়ায়,
দ্বাদশীর জোসনার জলে তুমি ভেসেছিলে ভেলায়।

হৃদয় দিয়ে ভালবেসে কবিতা লিখে ছবি এঁকে
তবু আজ মৃত্যর রোল,
আজকের নব শরতের বাগানে ফোটেনা সেই
ভোরের কল্লোল।

 

 লেখকঃ-
সরকারী বি. এল. কলেজ,
দৌলতপুর, খুলনা।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*