প্রধান মেনু

এক ছবিতে বিখ্যাত অ্যামেচার ফটোগ্রাফার

আলোরকোল ডেস্ক ।।

ভালো ছবি তিনি আগেও তুলেছেন। কিন্তু এবার এতটা আলোচনায় আসবেন তা স্বপ্নেও ভাবেননি কানাডার অ্যামেচার ফটোগ্রাফার স্টিভ বায়রো। শিকাররত এক ঈগলের ছবি কয়েকটি ফেসবুক গ্রুপে পোস্ট করে রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন তিনি।

ধারালো হলুদ-কমলাটে ঠোঁট, এক জোড়া চোখ। তীক্ষ্ণ তার নজর। শিকার ধরার লক্ষ্যে নিবিষ্ট। দু’পাশে বিশাল ডানা মেলে জলের বুক ছুঁয়ে ক্ষিপ্র সে। এমন অবস্থায় ঈগলকে লেন্স বন্দি করেন স্টিভ। এত নিখুঁতভাবে কীভাবে ওই মুহূর্ত তিনি লেন্স বন্দি করলেন, তা জানতে চাইছেন সবাই। 

বিবিসি জানিয়েছে, চলতি বছর মে মাসের শুরুর দিকে কানাডায় এই ছবিটি তোলেন স্টিভ। প্রায় ১০ বছর ধরে ‘অ্যামেচার ফটোগ্রাফি’ করছেন তিনি।

‘বছর খানেক আগেও একবার ঈগলের এমন মুহূর্ত ক্যামেরায় ধরতে চেয়েছিলাম। কিন্তু পারিনি,’ জানিয়ে স্টিভ বলেন, ‘সে বার ছবি তোলার আগেই বুঝেছিলাম আমার পজিশন ঠিক নেই। যা চাইছি সেই ছবি তুলতে পারব না।’

তবে দ্বিতীয়বার আর সুযোগ হাতছাড়া করেননি তিনি, ‘এবার জলের পাশে অনেকক্ষণ বসেছিলাম ক্যামেরা নিয়ে। তারপর ঈগলটা আসতেই জলের ধারে একটি পাথরে ভর দিয়ে প্রায় শুয়ে পড়ে ছবিটা তুলি।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*