প্রধান মেনু

একই ব্যাক্তির নামে দু’ রকম  ন্যাশনাল আইডি কার্ড করার অভিযোগ !

এম.পলাশ শরীফ ॥

বাগেরহাটের মোড়েলগঞ্জে একই ব্যাক্তির নামে দুটি জাতীয় পরিচয়পত্র  তৈরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাচন অফিসে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন সরালিয়া গ্রামের চাকুরিজীবি জাকির হোসেন তালুকদার।  

প্রাপ্ত অভিযোগে জানাযায়, পৌর সভার ৩নং ওয়ার্ড উত্তর সরালিয়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন তালুকদারের সাথে পূর্ব সরালিয়া গ্রামের মো. সুমন তালুকদারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এরই জের ধরে সুমন তালুকদার, জাকির হোসেন তালুকদার ও তার স্ত্রীকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দিয়ে আসছে। একই সাথে ভিন্ন উদ্দ্যোশে জাতীয় পরিচয় পত্রে ওই ব্যক্তি ভিন্ন নামে দু’টি আইডি কার্ড তৈরি করেছে।

যাহা ভোটার তালিকায় ৩নং ওয়ার্ডের ৩০২ নং সিরিয়ালে নাম: মো. জাহিদুল ইসলাম, ভোটার নং-(০১০৮৮৩৬৯৪৭৮২) পিতা মোস্তাজিবল হক তালুকদার, মাতা সেলিমা বেগম, পেশা ছাত্র জন্ম তারিখ-০১/০১/১৯৮৩, উত্তর সরালিয়া মোড়েলগঞ্জ, বাগেরহাট।

একই তালিকায় ৭৩৬নং সিরিয়ালে মো. সাইফুল রহমান সুমন, ভোটার নং-(০১০৮৮৩০০০৩৫৮) পিতা  মো.মোস্তাজিবুল হক, মাতা মোসাঃ সেলিনা হক। পেশা ব্যবসা জন্ম তারিখ-০৪/১০/১৯৮৩। উত্তর সরালিয়া, উত্তর পূর্ব সরালিয়া মোড়েলগঞ্জ, বাগেরহাট।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারি জানান, একই ব্যক্তির দু’টি ন্যাশনাল আইর্ডি দন্ডনীয় অপরাধ। অভিযোগ পেয়েছি। নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, কমিশনের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, অবৈধভাবে ২টি ভোটার আইডি করার বিষয়ে অভিযোগ পেয়েছি। শুনানির জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়েছে। #

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*