প্রধান মেনু

  উপকূলজুড়ে হালকা বৃষ্টি বেড়েছে শীতের তীব্রতা

আলোরকোল ডেস্ক ।।

  উপকূলজুড়ে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে বেড়ে গেছে শীতের তীব্রতা। হঠাৎ এই বৃষ্টিতে উপকূলের কৃষকদের ধানের চারার ব্যাপক উপকার হয়েছে। ফলে হাসি ফুটেছে চাষিদের মুখে। 

ফাইল ছবি

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিরামহীন এ বৃষ্টিতে জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। 

এদিকে বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ,মঠবাড়িয়, মোংলাসহ উপকূলীয় এলাকায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। তারা ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট রয়েছে ফাঁকা।

শীতের তীব্রতা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বৃষ্টির মধ্যেই বাগেরহাট শহরের কয়েকটি বস্তিতে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। কম্বল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। 

এছাড়াও জেলার ৯টি উপজেলায় নিম্ন আয়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*