প্রধান মেনু

ইতালিতে মহামারি করোনাভাইরাসে দীর্ঘ হচ্ছে লাশের সারি

মনিরুজ্জামান মনির ,ইতালি।।

ইতালিতে মহামারি করোনাভাইরাসে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। যত সময় যাচ্ছে দেশটিতে ততই মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। এ নিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৫০৩ জনে।

বুধবার দেশটিতে নতুন করে আরও ৫ হাজার ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

এ ছাড়া করোনায় আক্রান্ত ১ হাজার ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সরকারি হিসাব মতে, এ পর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

তবে এখনও চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

শুধুমাত্র ইতালির উত্তরাঞ্চলের লোম্বার্ডি অঞ্চলেই আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৪৬ জন। আর মারা গেছে ৪ হাজার ৪৭৪ জন। করোনায় ইতালিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে লোম্বর্ডি অঞ্চলটি।

বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ৫৪৯ জন ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৯৮৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ১৫৭ জন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*