প্রধান মেনু

কর্মহীন গৃহবন্দী বাংলাদেশিরা অসহায়, দুশ্চিন্তায় দিন কাটায়

ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়ালো

 মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি ।।

ঘাতক ব্যাধি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ১০৭৭৯ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে মোট ৯৭৬৮৯ জন। মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ যেন অপ্রতিরোধ্য।

গত বছরের শেষের দিকে চীনের উহান প্রদেশে উৎপত্তি হলেও চীন করোনাকে স্তব্ধ করে দিয়েছে। কিন্ত করোনা ভাইরাস যেন চেপে ধরেছে ইউরোপকে। ইতালি সরকার সমগ্র দেশকে লগডাউন করেও থামাতে পারছে না এই মরণব্যাধিকে। আজ ২৯ মার্চ গত ২৪ ঘন্টায় ইতালিতে মৃত্যুবরন করেছে ৭৫৬ জন,নতুন আক্রান্ত হয়েছে ৫২১৭ জন। এছাড়া মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭৬৮৯ জন। তবে এ যাবত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৩০৩০ জন। ইতালিতে প্রায় ২ লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস।

কর্মহীন গৃহবন্দী বাংলাদেশিরা অসহায়, দুশ্চিন্তায় দিন কাটায়। একদিকে করোনা আতংক অন্যদিকে অর্থনৈতিক সমসায় দিন অতিবাহিত করছে তারা। এছাড়াও বাংলাদেশের অন্যতম একটি আয়ের খাত হচ্ছে রেমিট্যান্স। ইতালি থেকে বর্তমানে রেমিট্যান্স পাঠানো বর্তমানে শূন্যের কোঠায়। এভাবে কতদিন চলবে কেউ জানে না তার সময় সীমা।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*