প্রধান মেনু

আমেরিকা যদি আলোচনা চায় তাহলে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে-জাওয়াদ জারিফ

আন্তর্জাতিক ডেস্ক ।।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। আমেরিকা যদি আলোচনা চায় তাহলে তাদেরকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।

জারিফ বলেন, “আমাদের জনগণের বিরুদ্ধে যারা অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাচ্ছে তাদের সঙ্গে আমরা আলোচনা করি না।”

পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সমালোচনা করে জাওয়াদ জারিফ বলেন, “তারা এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু ইরান কখনো এই সমঝোতা থেকে বের হয়ে যায় নি।

তারা এখন মিথ্যা দাবি করছে যে, আমরা আলোচনার জন্য প্রস্তুত। যদি তারা আলোচনা চায় তাহলে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে; অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে যায় না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতবছর ইরান ও ছয় জাতিগাষ্ঠীর মধ্যে সই হওয়া পারমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন। এরপর মার্কিন নানামুখী পদক্ষেপের কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আমেরিকা বার বার ইরানের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা ব্যক্ত করলেও তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*