প্রধান মেনু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুন্দরবনে কুমির ছানা অবমুক্ত

আলোরকোল ডেস্ক।।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সুন্দরবনে একশ কুমির ছানা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে বনের চারটি রেঞ্জের বিভিন্ন স্পটে এ বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। খুলনা রেঞ্জে ২০টি, সাতক্ষীরায় ২০টি চাদপাই রেঞ্জে ৪০টি ও শরনখোলা রেঞ্জে ২০টি করে মোট ১০০ কুমির ছেড়ে দেওয়া হয়।
চাদপাই রেঞ্জের করমজলে অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, বনসংরক্ষক মোঃ আমীর হোসেন, মিহির কুমার দো ও ডিএফও মোঃ বেলায়েত হোসেন।

পূর্ব সুন্দরবনের শরনখোলা ষ্টেশন কর্মকর্তা আঃ মান্নান জানান, তার নেতৃত্বে বনের আলীবান্দা, শাপলা ও মরাভোলা অভয়ারণ্য এলাকায় ২০টি কুমিরের বাচ্চা অবমুক্ত করা হয়। ##






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*