প্রধান মেনু

সুন্দরবনে  হরিণের মাংস ও ফাঁদসহ এক শিকারী আটক, অপর দু‘জনকে ছেড়ে দেয়ার অভিযোগ

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলার সুন্দরবন থেকে প্রায় ৫০ কেজি হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করেছে বনবিভাগ। শনিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদী সংলগ্ন বাদামতলী খাল থেকে আসাদুল জমাদ্দার (৩৫) নামের ওই শিকারীকে হরিণের মাংস ও ফাঁদসহ হাতেনাতে আটক করে বনপ্রহরীরা। আটককৃতের বাড়ী উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামে।

ফাইল ছবি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ষ্টেশন অফিসার মোঃ কামরুল হাসান জানান, শনিবার সকালে খবর পেয়ে বনের বাদামতলী খালে অভিযান চালিয়ে ৫০ কেজি মাংস ও হরিণ শিকারের কয়েকটি ফাঁদসহ আসাদুল জমাদ্দারকে (৩৫) আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আসাদুল জমাদ্দারকে আটকের সময় তার সাথে থাকা অপর দুই সহযোগীকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে বনবিভাগের কতিপয় সদস্যদের বিরুদ্ধে।

স্বজনপ্রীতির মাধ্যমে ছেড়ে দেয়া ওই শিকারীরা হলো বন বিভাগে চাকুরিরত এক বনকর্তার দুই চাচাতো ভাই।
এ বিষয়ে চাঁদপাই রেঞ্জের ষ্টেশন অফিসার মোঃ কামরুল হাসান বলেন, ওই দুইজন বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। #

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*