প্রধান মেনু

সুন্দরবনে বাঘে-মানুষে লড়াই

আন্তর্জাতিক ডেস্ক।।

সুন্দরবনের ভারতীয় অংশের পশ্চিমবঙ্গে বাঘের আক্রমণে একজন জেলে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তার নাম সুদর্শন সরদার। আহতকে উদ্ধার করে গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গোসাবার সোনাগা গ্রাম থেকে পাঁচজন জেলের একটি দল সুন্দরবনে যান মাছ ধরতে। বৃহস্পতিবার সকালে ঝিলার জঙ্গলের কাছে মাছ ধরার সময় হঠাৎ একটি বাঘ নৌকার ওপরে ঝাঁপিয়ে পড়ে। এ সময় বাঘটি জেলে সুদর্শনের ঘাড়ে ও পায়ে কামড় দিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার অন্যান্য সঙ্গীরা বাঘের সঙ্গে লড়াই শুরু করে। তাদের মরিয়া লড়াইয়ে অবশেষে সুদর্শনকে ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় বাঘটি। 

এরপর বন দফতরকে খবর দেয়া হলে বনকর্মীরা তাকে উদ্ধার করে। গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে ওই জেলেকে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*