প্রধান মেনু

সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে ট্রলারসহ ৪৯ জন আটক

মোংলা প্রতিনিধি ।।

সুন্দরবনে অনুপ্রবেশের অভিযোগে চারটি ট্রলারসহ ৪৯ দর্শনার্থীকে আটক করেছে বনবিভাগ। আজ সোমবার বিকেলে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের রাতে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সিওআর মামলায় জনপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা করার কথা জানিয়েছে বনবিভাগ।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির জানান, দুবলার চরের রাসমেলা উপলক্ষে আটককৃতরা গত ৯ অক্টোবর বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে এবং পাস (অনুমতিপত্র) না নিয়েই অবৈধভাবে দুবলার চরে যায়। সেখান থেকে ১১ অক্টোবর বিকেলে ফেরার পথে বনের ধানসিদ্ধির চর এলাকা থেকে আটক করা হয়েছে।

এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত চারটি ট্রলারও। আটক এসব ব্যক্তিদের বাড়ি মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

বন কর্মকর্তা শাহিন কবির বলেন, ‘যেহেতু তারা পাস না নিয়ে অবৈধভাবে সুন্দরবনে ঢুকেছে তাই তাদের সিওআর মামলার আওতায় নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হবে।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*