প্রধান মেনু

সুন্দরবনের হরিণের ৭টি চামড়া সহ মাংস উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধি।।

সুন্দরবন থেকে শিকার করে  আনার সময় পাথরঘাটায় ১০ কেজি হরিণের মাংস ও সাতটি হরিণের চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা স্টেশন কোস্ট গার্ড। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার একটি খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাকারবারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাথরঘাটার দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি খালের পাড় থেকে সাতটি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

ঘটনার সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত হরিণের মাংস ও চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*