প্রধান মেনু

সরকার মোরেলগঞ্জের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবেন

এম.পলাশ শরীফ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ১৯শ’ ৭১ মেট্রিকটন ধান ক্রয় করছেন সরকার।

এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায়  অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার,

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, নির্বাচন অফিসার বাদল চন্দ্র অধিকারী, সমাজ সেবা অফিসার মো. রায়হান কবীর, কৃষক প্রতিনিধি মোস্তাফিজ খান, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সহ-সভাপতি গনেশ পাল, অর্থ ও দপ্তর সম্পাদক এম. পলাশ শরীফ প্রমুখ।

সভায়  এবারে এ উপজেলায় ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় কৃষকদের কাছ থেকে  ১২০ কেজি করে সর্বোচ্চ ২ মেট্রিকটন সর্বনিন্ম ১ মেট্রিকটন প্রতি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবেন সরকার।

২৬ টাকা কেজি করে প্রতিমন ধান ১ হাজার ৪০ টাকা দরে ক্রয় করছেন। সভা শেষে লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে ধান ক্রয় কৃষকদের তালিকা নির্ধারন করা হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*