প্রধান মেনু

সমাজসেবায় কলকাতায় সম্মাননা পাচ্ছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান

আলোরকোল ডেস্ক ।।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কলকাতায় সম্মাননা পাচ্ছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বিশিষ্ট সমাজেসেবক, রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি মো. মিরাজুল ইসলাম।

ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রন পেয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য তাকে এ অনুষ্ঠানে আমন্ত্রন জানান হয়েছে।

আগামী ৬ ডিসেম্বর শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে দমদম মিউনিসিপাল অডিটোরিয়ামে এ মৈত্রী উৎসব অনুষ্ঠিত হবে।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম ও তার পরিবার এলাকায় দীর্ঘদিন ধরে নানা ধরণের সমাজ সেবামূলক কার্যক্রম করে আসছেন।

বিশেষ করে মিরাজুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে স্থাপন করেছেন স্কুল, কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। তার নামে প্রতিষ্ঠিত ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষাসেবাসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড করে আসছে।

এছাড়া এলাকার অসহায় মানুষদের কর্মসংস্থান তৈরিতে ব্যাপক ভূমিকা রয়েছে তরুন এ জনপ্রতিনিধির। মিরাজুল ইসলামের পিতা মরহুম শাহাদাৎ হোসেন ছিলেন ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নের চেয়ারম্যান। তার মৃত্যুর পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন মিরাজের ছোট ভাই শামসুল ইসলাম।

মিরাজুল ইসলামের বড় ভাই মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক। পিরোজপুরে চেয়ারম্যান পরিবার নামে পরিচিত এ পরিবারটি।
আগামী ৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৈত্রী উৎসব। এ আয়োজনে উপস্থিত থাকবেন দুই দেশের সম্মানিত ব্যক্তিবর্গ।

অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী লিটারেসি মিশন নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য এ সংগঠন বাংলাদেশ থেকে আমন্ত্রন জানিয়েছেন মিরাজুল ইসলামকে।

এ বছর সংগঠনটি মিরাজুল ইসলামকে নির্বাচন করেছে সমাজ সেবার বিশেষ অবদানে সম্মাননা দেওয়ার জন্য। অনুষ্ঠানে দুই দেশের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মিরাজুল ইসলামের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা ক্রেস্ট।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*