প্রধান মেনু

সদ্যোজাত এক কন্যার পিতৃত্বের দাবি তিনজনের

আন্তর্জাতিক ডেস্ক ।।

সদ্যোজাত এক কন্যার পিতৃত্বের দাবি নিয়ে হাজির তিনজন। পুলিশের জেরার মুখে নীরব শিশুর মা। বিচিত্র এই ঘটনা ঘটেছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাঙ্গুলী বাগানের বেসরকারি হাসপাতালে স্বপ্না মৈত্রকে শনিবার ভর্তি করান রবীন্দ্রপল্লীর বাসিন্দা দীপঙ্কর পাল। স্বপ্নার স্বামী হিসেবে নিজেকে পরিচয় দেন তিন। পরদিন স্বপ্নার এক কন্যা সন্তান হয়।

এরপরই গোলমাল বাঁধে। হোয়াটসঅ্যাপে স্বপ্নার স্ট্যাটাস আপডেট দেখে হাসপাতালে হাজির হন নিউটাউনের বাসিন্দা হর্ষ ক্ষেত্রী। দাবি করেন মেয়ে ও স্ত্রী তার।

বাধ্য হয়ে নেতাজিনগর থানায় খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। নিউটাউনের ওই বাসিন্দা অবশ্য ম্যারেজ সার্টিফিকেটসহ কয়েকটি নথি দেখান। রবিবার দুজন দাবিদার হতেই মা-মেয়ের কেবিনে কাউকেই ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। নিরাপত্তা কর্মী বসিয়ে দেওয়া হয় বাইরে।

ক্ষেত্রীর দেওয়া প্রমাণে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ যখন একটু স্বস্তিবোধ করছেন তখনই হাজির আরেকজন। প্রদীপ রায় নামে এক ব্যক্তির দাবি নবজাতক তার মেয়ে। স্বপ্না এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এখন গোলকধাঁধার মধ্যে ‍উত্তর খুঁজছে পুলিশ।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*