প্রধান মেনু

সকল গ্রুপিং’র অবসান ঘটিয়ে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে: এ্যাড.মিলন

এম.পলাশ শরীফ :

বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন সকল গ্রুপিং অবসান ঘটিয়ে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ২১ মার্চ শতকরা ৮৫ ভাগ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ের মিলন মেলা বসাতে হবে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান।

সভায় বক্তব্য রাখেন জেলা আ. লীগের সহ-সভাপতি এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, পৌরসভা মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এম এমদাদুল হক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ।

একই দিনে খাউলিয়া ইউনিয়নে সন্ধ্যায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড. আমিরুল আলম মিলন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের। অন্যারে‌্যর মধ্যে বক্তব্য রাখেন
আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী হাওলাদার, মো. আবুল কাশেম প্রমুখ।
আগামি ২১ মার্চ মোরেলগঞ্জ-শরণখোলা আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ প্রার্থী প্রচারণা তুঙ্গে থাকলেও দেখা মিলছে না জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রির। কাগজপত্রে প্রার্থী হিসেবে থাকলেও বাস্তবে তিনি মাঠে নেই।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*