প্রধান মেনু

শরণখোলায় ২ টি হরিনের চামড়া উদ্ধার

আলোরকোল ডেস্ক।।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন সোনাতলা এলাকার একটি বাড়ী থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করেছে।

১১ মার্চ বিকালে সুমন মুন্সির বাড়ী থেকে উদ্ধার করা হয়। বনবিভাগ সূত্রে জানায়ায়,উপজেলার সোনাতলা গ্রামের ছোমেদ মুন্সির পূত্র সুমন মুন্সির বাড়ীতে পাচারের জন্য রাখা হরিনের চামড়া আছে এমন গোপন সংবাদে ভিত্তিতে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই বাড়ীতে অভিযান চালায়।

পরে বনরক্ষীরা তল্লাশী চালিয়ে সুমনের বসত ঘরের পাটাতনের উপর থেকে দুইটি হরিণের চামড়া উদ্ধার করে।এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যায়।
এব্যপারে শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন,সুমন মুন্সি একজন পেশাদার হরিন শিকারী। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*