প্রধান মেনু

শরণখোলায় লোকালয়ে বিশাল এক অজগর

নজরুল ইসলাম আকন ।।

শরনখোলায় লোকালয়ে চলে এসেছিল বিশাল এক অজগর। সাময়িক বন্দি জীবনের পর অজগরটি ফিরতে পেরেছে সুন্দরবনে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে এ অজগরকে।

সূত্র জানায়,  ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবন থেকে লোকালয়ে ভেসে এসেছিল বিশাল এক অজগর সাপ। তা শরণখোলা এলাকায় পৌঁছলে আটক করা হয়। 

নানা মাধ্যমে সংবাদ পেয়ে ওয়াইল্ড টিম, ভিটিআরটি ও সিপিজির প্রতিনিধিরা অজগরটি উদ্ধারে পদক্ষেপ গ্রহন করে। সাউথখালী ইউনিয়নের মধ্যসোনাতলা গ্রামের কবির মুন্সির বাড়ি থেকে সাপটি ধরে নিয়ে তারা বনবিভাগের কাছে হস্তান্তর করে।

১৮ ফুট লম্বা ও ৮০ কেজি ওজনের অজগরটি বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

ওয়াইল্ড টিমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, কবির মুন্সির বাড়ির লোকজন অজগর সাপটি দেখে মোবাইল ফোনে যোগাযোগ করেন।

পরে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত তিন গ্রুপের সদস্যরা মিলে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে অজগরটি ধরতে সক্ষম হন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, ‘ধারণা করা হচ্ছে অজরগরটি ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পানির স্রোতে সুন্দরবন থেকে লোকালয় চলে যায়।

বনবিভাগের সহায়ক উদ্ধাকারী দলের সদস্যরা অজগরটি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। সাপটি সুন্দরবনের ভোলা টহল ফাড়িঁসংলগ্ন ধাবড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।’






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*