প্রধান মেনু

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই

 

ইমরান উদ্দিন শুভ ।।
বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৪ মার্চ) ভোর রাতে উপজেলার রায়েন্দা বাজারের শেরে বাংলা রোডে এ ঘটনা ঘটে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসগর আলী ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন রায়েন্দা বাজার ব্যবসায়ী সমিটির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান বাচ্চুর মালিকানাধীন দোকানের ভাড়াটিয়া চাঁন মিয়া তালুকদারের মুদি দোকান ও কাঁচামাল ব্যবসায়ী শহীদুল খাঁন ও বাবুল হাওলাদার। তবে, আগুন নেভাতে গিয়ে পাশ্ববর্তী সোহেল মোল্লার বেকারী দোকানটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রায়েন্দা বাজারের বাসিন্দা কামাল তালুকদারের ছেলে অর্কো (১০) শেরে বাংলা রোডের একটি দোকানে আগুন জ¦লে উঠতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং মসজিদে মাইকিং করলে বাজারে বসবাসরত বাসিন্দরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুই ঘন্টাব্যাপী প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।

এ ব্যাপারে রায়েন্দা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার জানান, রমজান উপলক্ষে চাঁন মিয়ার মুদী দোকানটিতে সারা মাসের বাজার করা ছিল। যার ক্ষতির পরিমান প্রায় ৬০ লক্ষ টাকা। এছাড়া কাঁচামালের দোকান দুটিতে প্রায় চার লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ^াস দিয়েছেন। ##






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*