প্রধান মেনু

শরণখোলায় বিষযুক্ত চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ উদ্ধার ,আটক -১

আলোরকোল ডেস্ক ।।

সুন্দরবন থেকে বিষযুক্ত মাছসহ মেহেদী হাসান (২৫) নামে এক জেলেকে আটক করেছে বনবিভাগ।

বুধবার ( ৪ সেপ্টেম্বর) সন্ধায় সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় আরও দুজন জেলে পালিয়ে গেছে বলে বনকর্মকর্তারা জানান। সে শরনখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামের হাবিব তালুকদারের ছেলে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন  জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ আহরণ করছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালায়। এদিন সন্ধ্যায় ভোলা ক্যাম্পের

আওতাধীন সুন্দরবনের একটি খাল থেকে তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা অপর দুই জেলে পালিয়ে যায়।

এসময় বনরক্ষীরা নৌকায় তল্লাশী চালিয়ে বিষ ও বিষযুক্ত চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ উদ্ধার করে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে আটক মেহেদী হাসানকে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*