প্রধান মেনু

কাঁচা মরিচের কেজি আড়াইশ টাকা

শরণখোলায় দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস

আলোরকোল ডেস্ক ।।

শরণখোলায় পেয়াঁজ কাঁচা মরিচের ঝাঁজ ও দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে । কাঁচা মরিচের কেজি আড়াইশ ও পেয়াঁজ ৫০/৫৫ টাকায় পৌঁচেছে।

শনিবার সকালে উপজেলা সদর রায়েন্দা বাজার ঘুরে দেখা যায় তরিতরকারী সহ প্রতিটি নিত্যপণ্যের বাজার মূল্য উর্ধগতি। ৪/৫ দিনের ব্যবধানে সব জিনিষের দাম প্রকার ভেদে ১০/১৫/২০ টাকা করে বেড়েছে।

সব চেয়ে দাম বেড়েছে কাঁচা মরিচ, পেয়াজ ও রসুনের। বর্তমানে কাচা মরিচ ২৫০, পেয়াজ ৫০/৫৫, ও রসুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০/৫০/৬০ টাকার নিচে কোন তরকারী মিলছেনা। বাজারদর হঠাৎ বেড়ে যাওয়ার কারণ ব্যাখা করে তরকারী ব্যবসায়ী বাবুল হাওলাদার বলেন, দেশের উত্তরাঞ্চলে বন্যা হওয়ায় ক্ষেত খামার পানিতে তলিয়ে গেছে, সরবরাহ নেই তাই দাম বেড়েছে।

দিনমজুর আঃ হাকিম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তরিতরকারী পেয়াজ মরিচের দাম বাড়ায় আমরা খেটে মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। আয়ের চেয়ে ব্যয় বহুগুন বেড়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*