প্রধান মেনু

শরণখোলায় ঘূর্ণীঝড় আম্ফানে বেঁড়িবাধ ভেঙ্গে গ্রাম প্লাবিত,ভেসে গেছে ঘের পুকরের মাছ

আ.মালেক রেজা ।।
শরণখোলায় ঘূর্ণীঝড় আম্ফানে বেঁড়িবাধ ভেঙ্গে গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে পুকরের মাছ। ভেঙ্গেছে ঘরবাড়ী। ক্ষতি হয়েছে ভুট্রাসহ রবি ফসলের।

আলোরকোল

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন জানান, সাউথখালী ইউনিয়নের তেরাবাকা থেকে গাবতলা পর্যন্ত দুই কিলোমিটার বেঁড়িবাধের ৮ টি জায়গা ভেঙ্গে বগী, গাবতলা ও শরণখোলা গ্রামের তিন শতাধিক বাড়ীঘর প্লাবিত হয়েছে।

বলেশ্বর নদীর জোয়ারের পানিতে বগী ও গাবতলার মানুষ ভাসছে। অনেক বাড়ী ঘরের চুলায় পানি ওঠায় রান্নাবান্না বন্ধ প্রায়।

তার ইউনিয়নের শতাধিক ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে এবং অনেক বাড়ীঘর ভেঙ্গেছে যার হিসাব করা হচ্ছে বলে তিনি জানান। এ ছাড়া উপজেলার অন্যান্য স্থানে বাড়ীঘর গাছপালার ব্যপক ক্ষতির খবর পাওয়া গেছে।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, ঘূর্ণীঝড় আম্ফানে শরণখোলায় বাড়ীঘর গাছপালা,মাছ ফসল সব মিলিয়ে কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে তবে সঠিক হিসাব নিরুপণ করা হচ্ছে বলে তিনি জানান।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*