ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের আদলে শরণখোলায় সিপিএল’র শুভ উদ্বোধন
নজরুল ইসলাম আকন ।।
শরনখোলায় গতকাল শুক্রবার রাতে সি,পি,এল ক্রিকেট ২০১৯ এর শুভ উদ্বোধন করা কয়েছে। বি,পি,এল এর আদলে স্থানীয়ভাবে চালিতাবুনিয়া বাজার স্পোর্টিং ক্লাব সি,পি,এল ( চালিতাবুনিয়া প্রিমিয়ার লীগ) এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়েন্দা সদর ইউ,পি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম আকন।

মুক্তিযোদ্ধা আহ রব হাওলাদার, ইউ,পি সদস্য জাহাঙ্গীর হোসেন খলিফা। সি,পি,এল নামের এ টুর্নামেন্ট স্পোর্টিং ক্লাবের চতূর্থতম আয়োজন।
চালিতাবুনিয়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চারটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহন করছে। উল্লেখ্য স্থানীয় চালিতাবুনিয়া, বগী,খুড়িয়াখালী গ্রামের স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা একটি স্পোর্টস ক্লাব গঠন করে নিয়মিত ক্রিকেট ও ফুট বল প্রতিযোগীতার আয়োজন করে যাচ্ছে। সদস্যরা সবাই মাদক মুক্ত ও সামাজিক কর্মকান্ডে জড়িত বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন মুন্সী।
« বাংলাদেশের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেই দায়িত্ব জনগণকে নিতে হবে- প্রধানমন্ত্রী (আগের খবর)
(পরবর্তী খবর) রাজাকার কাদের মোল্লাকে ‘শহীদ’উল্লেখ করে সংবাদ প্রকাশ,সংগ্রাম পত্রিকার সম্পাদক রিমান্ডে »